পিবিএ,ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা দিয়েছে কোতয়ালী থানা পুলিশ। আসামীরা হলেন, জবি ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তরিকুল ইসলামের একান্ত আস্থাভাজন কর্মী তরিকুল ইসলাম রিমন অরফে ছোট তরিকুল, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের একান্ত আস্থাভাজন কর্মী কামরুল ইসলাম, বিদ্রোহী গ্রুপের ছাত্রলীগ নেতা হাসান আহমেদ খান ও অপরজন ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সভাপতি আশরাফুল ইসলাম টিটন ।সোমবার এই চার ছাত্রলীগ নেতা ছাড়াও অন্তত আরো ১০০ থেকে ১২০জনকে অজ্ঞাতনামা রেখে মামলাটি করা হয়েছে। কোতয়ালী থানার উপ পরিদশর্ক খালিদ শেখ বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় মঙ্গলবার ২ ছাত্রলীগ কর্মীকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সহযোগিতায় ক্যাম্পাসে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জবি বাংলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী নাঈম আল অদম্য, রসায়ন বিভাগের ১৩তম ব্যাচের আবু সায়েম । এ সময় লাটি, লোহার রডসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এরা ছাত্রলীগের সক্রিয় কর্মী।
পিবিএ/এমটি/জেডআই