জবিতে রাতের আধারে খালেদা জিয়ার নামফলক ভাঙচুর ছাত্রলীগের

পিবিএ, জবি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামসংবলিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ঘোষণার নামফলক রাতের আঁধারে ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা।
গতকাল সোমবার রাতে ছাত্রলীগের কথিত কর্মী বিশ্ববিদ্যালয় ঘোষণার নামফলকটি ভাঙচুর করে। ছাত্রলীগের কর্মীরা নামফলক ভাঙচুর করার সময় বাহ্ মারহাবা বলে উচ্ছাস প্রকাশ করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করেছেন। এ বিশ্ববিদ্যালয় থেকে বেগম খালেদা জিয়ার নামফলক মুছে ফেলা যাবে না। এর আগেও দুষ্কৃতকারীরা নামফলকটি ভাঙচুর করেছিল কিন্তু ছাত্রদলের আন্দোলনে প্রেক্ষিতে তা পুনঃস্থাপন করা হয়। এবারও যদি নামফলকটি শীঘ্রই পুনঃস্থাপন করা না হয়, তাহলে ছাত্রদল আন্দোলনের মাধ্যমে পুনঃস্থাপনে বাধ্য করবে।
এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, একটি তদন্ত কমিটি করা হবে। তদন্ত সাপেক্ষে যে বা যারা নামফলকটি ভাঙলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নামফলকটি পুনঃস্থাপন করা হবে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুতই নামফলকটি পুনঃস্থাপনের ব্যবস্থা করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ২ নভেম্বর বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী থাকাবস্থায় জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের ঘোষণা দিয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় ঘোষণা ফলক উন্মোচন করেন। ওই ঘোষণার আলোকে ২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে বিলুপ্ত জগন্নাথ কলেজ পাবলিক বিশ্ববিদ্যায় হিসেবে যাত্রা শুরু করে।
পিবিএ/ আকরামুল হক/ জেডআই

আরও পড়ুন...