বুড়ি তিস্তা নদী খনন কর্মসূচি বন্ধ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

পিবিএ,কুড়িগ্রাম: ‘আবাদি জমির ক্ষতি করে উন্নয়ন নয়’ এই দাবি জানিয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলা শহরে বুড়ি তিস্তা নদী খনন কর্মসূচি বন্ধ করার জন্য নদীর দু’পাড়ের কৃষিজীবী মানুষ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক শরিফুল হক, আব্দুল হাই, নুর ইসলাম, রফিকুল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মালিকানাভূক্ত নীচু আবাদি জমিতে ৭০ থেকে ৮০ বছর ধরে চাষাবাদ করে পরিবারের ভরণ-পোষন মেটাচ্ছে তারা। এই জমিতে হাজার হাজার মন ফসল পাচ্ছে। খনন করা হলে জমি হারিয়ে না খেয়ে থাকতে হবে পরিবারগুলোকে। এজন্য দখলী ও রেকর্ডভূক্ত এসমস্ত জমিতে খনন কার্য বন্ধের জোড় দাবি জানান তারা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি কুড়িগ্রাম ই-সেবাকেন্দ্রে হস্তান্তর করা হয়।

পিবিএ/এমআইবি/হক

আরও পড়ুন...