পিবিএ বিনোদন ডেস্কঃ আইটিসি রয়্যাল বেঙ্গলের বেসমেন্ট পোর্টিকোয় যখন গাড়ি থেকে নামলাম তখন ঘড়ির কাঁটা ন’টা ছুঁইছুঁই। ইতালিয়ান মার্বেলের ফ্লোরে যেন আলোর বন্যা। রিসেপশন হলের অন্দরে যাওয়ার দীর্ঘ পথ জুঁই ফুলের মালায় সাজানো। মাঝে মিডিয়ার জন্য ভিআইপি জোন আলাদা করে সাজানো। নিমন্ত্রিত তারকাদের ছবি তোলা আর ইন্টারভিউ নেওয়ার জন্য সুন্দর প্ল্যাটফর্ম। সুবেশা তরুণীদের আপ্যায়নে পৌঁছে গেলাম রিসেপশন মঞ্চে। নানান রঙের ফুলের সঙ্গে জুঁই ফুলের মালায় সাজানো হয়েছে বিশাল হল। মেরুন ভেলভেটের লেহেঙ্গা আর জর্জেটের জারদৌসি কাজের ওড়নায় নুসরাতকে দেখাচ্ছিল রাজরানির মতো।
রিসেপশনের এই পোশাকটি তৈরি করেছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। নুসরাতকে জিজ্ঞেস করলাম, তুরস্কে বিয়ের সাজপোশাক কি সব্যসাচীই করেছিলেন? লাজুক হেসে নুসরাতের জবাব, না না ওটা ওঁদের দেওয়া। রঙ্গোলির পোশাক ছিল। নুসরাতে লজ্জা রাঙানো মুখ দেখে বেশ মজা লাগছিল। কে বলবে, এই মেয়ে জনগণের নির্বাচিত সংসদ সদস্য। কে বলবে, ক’দিন আগেও এই মেয়ে তোলপাড় করেছে জনসভা।
কথা হচ্ছিল স্টাইলিস্ট স্যান্ডির সঙ্গে। রিসেপশনে নুসরাত ও নিখিলের স্টাইলিং করেছেন স্যান্ডি। এদিন নিখিল যে ভেলভেটের এমব্রয়ডারি করা পোশাকটি পরেছিলেন, সেটি ডিজাইনার রোহিত বালের তৈরি। নুসরাতে গা ভরানো কুন্দন ও জড়োয়ার গয়নার ডিজাইন চোখধাঁধানো। স্যান্ডি জানালেন, গয়না পুরোটাই এসেছে নুসরাত শ্বশুরবাড়ি থেকে। নববধূকে এমন জড়োয়া কুন্দনের গয়নায় সাজানোই জৈন পরিবারের রীতি। মেকআপ আর্টিস্ট বাবুসোনা নুসরাতকে সাজিয়েছেন এই দিন। আর কেশসজ্জা করেছেন শর্মিষ্ঠা মাঝি।
নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন রাজ্যের নেতামন্ত্রী, এমপি, বিধায়ক থেকে পরিচালক প্রযোজক, অভিনেতা অভিনেত্রী, গায়ক-গায়িকা এবং ব্যবসা জগতের শীর্ষস্থানীয়রা। টলিউডের দাদা প্রসেনজিৎ সেজেছিলেন দুধসাদা চিকনের পাঞ্জাবিতে। সঙ্গে তাঁর সদ্য কৈশোর পার হওয়া পুত্র তৃষাণজিৎ। হাজির ছিলেন জিৎ, আবির চট্টোপাধ্যায়ও। স্বামীকে সঙ্গে নিয়ে এসেছিলেন পাওলি দাম। রাইমা, শ্রাবন্তী, তনুশ্রী, সৌরসেনী, প্রিয়াঙ্কা সবার সাজেই ছিল আলোর ঝলক। রিসেপশনে মুখ্য ভূমিকায় দেখা গেল নুসরাতের প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তীকে। গাঢ় সবুজ ভেলভেটের লেহেঙ্গা চোলির সঙ্গে আকাশনীল ওড়নায় তাঁর সাজ ছিল নজরকাড়া।
ছিল লাইভ কনসার্ট। পুরনো হিন্দি ছবির রোম্যান্টিক গানের মূর্চ্ছনা উপভোগ করতে করতে ঠান্ডা পানীয়তে গলা ভেজাচ্ছিলেন আমন্ত্রিতরা। এমন হাইপ্রোফাইল রিসেপশনে খাওয়ার আয়োজন যে অঢেল অফুরন্ত হবে তা তো বলাই বাহুল্য। নজরকাড়া মেনুতে ছিল বিরিয়ানি, পোলাও, ইলিশ মাছ, মাটন কোরমা, কাবাব পরোটা, নুডুলস, পাস্তার পাশাপাশি ছিল আম সন্দেশ, গরম জিলিপি, রসগোল্লার পায়েস, সেই সঙ্গে নানান স্বাদের আইসক্রিম আর রাবড়ি।
পিবিএ/এমআর