পিবিএ,পেকুয়া (কক্সবাজার): জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
কক্সবাজারের পেকুয়া উপজেলায় শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পেকুয়া উপজেলার ৩ নং ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. আজিজ (৩০) ও একই গ্রামের আবদুর রহমানের ছেলে মো. নেজাম উদ্দিন ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পিবিএ/এমটি/জেডআই