জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

আরিফ মোল্লা,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে চাচাতো ভাই নিহত হয়েছে। রোববার রাত ৮টার দিকে এ ঘটনায় ঘটে। নিহত আজিম হোসেন (৩৫) ওই গ্রামের রমজান আলীর ছেলে। সে পেশায় মাইক্রোবাস চালক

স্থানীয়রা জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ধ্যায় তার চাচাতো ভাই একই গ্রামের ইসরাইল হোসেনের ছেলে মেহেদি হাসানের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। সেখান থেকে আহত আজিমকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বি এম ইমরান হোসেন বলেন, আজিম হাসপাতালে আসার আগেই মারা যায়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন...