পিবিএ ডেস্ক : ২০১৮ সালে তাদের মূল লক্ষ্যই ছিল নারীদের কুস্তি। সেভাবেই প্রচার ও প্রাধান্য দেওয়া হয়েছিল শ্যারলেট ফ্লেয়ার, বেকি লিঞ্চ, সাশা ব্যাংকসদের। এরমধ্যেই WWE-এর নারী ব্রিগেডে যোগ দেন UFC-খ্যাত রন্ডা রাউজি। পুরুষদের হটিয়ে ইদানিং www এর রিংয়ে নারীদের প্রাধান্যই বেশি দেখা যাচ্ছে। এই ‘নারী বিপ্লব’য়ের অংশ হিসেবেই নারীদের ট্যাগ-টিম চ্যাম্পিয়নশিপ ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম পেশাদারি কুস্তি সংস্থা।
ইতিমধ্যেই বাছাই পর্ব শুরু হয়ে গিয়েছে। WWE-এর পরবর্তী পে-পার-ভিউ (Pay Per View) ইভেন্ট ‘ইলিমিনেশন চেম্বার’-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্যাগ-টিম চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দুই মূল শো- RAW ও Smackdown থেকে ৩টি করে টিম এই সম্মানের জন্য লড়াই করছে।
কুস্তি-মহলের কানাঘুষো, মহিলাদের ট্যাগ-টিম চ্যাম্পিয়নশিপ জেতার জন্য ‘ফেভারিট’ হিসেবে সাশা-বেইলির জু’টির নাম শোনা যাচ্ছে। যদিও সাশা বর্তমানে আহত। তবু এদের জু’টির উপরই বাজি রাখা হচ্ছে।
আরও জানা গেছে, Wrestlemania 35-এ ওদের দু’জনের জন্য রয়েছে ‘বড় প্ল্যান।’ সাশা ও বেইলির জু’টি চ্যাম্পিয়ন হলে WWE ‘হল অব ফেম’ জেতা এবং পেশাদারি কুস্তির বড় নাম ট্রিশ স্ট্র্যাটাস ও লিটার বিরুদ্ধে দেখা যেতে পারে তাদের। যা WWE ভক্তদের ভাষায়, ‘Wrestlemania মোমেন্ট’ হবে।
পিবিএ/জিজি