মোঃ বাবুল হোসেন,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উদযাপন হয়েছে।
রোববার (১৯ জানুয়ারী) সকালে ১০টার দিকে জেলা বিএনপি’র উদ্যোগে শহরের রেলগেটে বিএনপি’র কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা করা হয়েছে।
পরে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, থানা বিএনপির সভাপতি এড হেনা কবির, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মেনে চলতে দলীয় নেতাকর্মীদের অনুরোধ করেন।