মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক নিহত ও অপর ট্রাকের চালক ও হেল্পার আহত হয়েছেন।
রোববার (২ ফেরুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে জয়পুরহাটের কালই পৌর শহরের পাঁচশিরা বাজারের অদুরে ব্র্যাক অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক এনামুল হক (৪৫)জয়পুরহাট শহরের একাডেমী নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, জয়পুরহাট-বগুড়া মহাসড়ক দিয়ে ওই দু’টি মালবাহী ট্রাক দ্রুতগতিতে বিপরীত দিকে যাচ্ছিল। পথে কালই পৌর শহরের পাঁচশিরা বাজারের অদুরে ব্র্যাক অফিসের সামনে মুখোমুখি সংঘর্ষ হলে দু’টি ট্রাকেরই সম্মুখ ভাগ দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক এনামুল নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত এনামুলের মরদেহ উদ্ধার করে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত হয়েছে বলে নিশ্চিৎ করেন।
আহত অপর ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে যাওয়ায় বা নিজ উদ্যোগে অন্যত্র চিকিৎসা নেওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।