পিবিএ,মানিকগঞ্জ: করোনাভাইরাসের প্রার্দুভাবের মধ্যে মানিকগঞ্জে গণজমায়েত করে বিয়ের অনুষ্ঠান করায় বর ও কনেকে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ আয়োজনে সহায়তা করার অপরাধে এক ইউপি সদস্যকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত-জসিম উদ্দিন সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।
বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম
জানান, গণজমায়েত করে বিয়ের অনুষ্ঠান হচ্ছে খবর পেয়ে পাতিলাপাড়ায় কনের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু ততক্ষণে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়ে যায়। এ সময় বরকে রেখেই তার বাড়ির লোকজন পালিয়ে যায়।
তিনি বলেন, “গণজমায়েত করে বিয়ে করায় বর ও কনেকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ এবং এ কাজে সহায়তার অভিযোগে ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।”
পিবিএ/এমআর