জলঢাকায় আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ

পিবিএ, নীলফামারী : নীলফামারীর জলঢাকায় কৃষকদের মাঝে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।

সোমবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে খরিপ-১/ ২০১৯-২০ মৌসুমে আউশ আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক সাত’শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে প্রত্যেককে এক বিঘা জমির জন্য উফসী আউশ ধানের বীজ পাঁচ কেজি, ডিএপি সার ১৫ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অয়োজনে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ্ মোঃ মাহাফুজুল হক।এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম,নবাগত সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস,মৎস্য কর্মকর্তা মাহামুদুল হক, শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক প্রমূখ।

পিবিএ/এএস/এমএসএম

আরও পড়ুন...