জলঢাকায় ওয়ারেন্টভুক্ত ৭ আসামী গ্রেফতার

জলঢাকায় ওয়ারেন্ট ভুক্ত ৭ আসামী গ্রেফতার
জলঢাকায় ওয়ারেন্ট ভুক্ত ৭ আসামী গ্রেফতার

পিবিএ,জলঢাকা: নীলফামারীর জলঢাকায় ওয়ারেন্ট ভুক্ত সাত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। থানা সূত্র জানায়, শুক্রবার রাতে তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী । এতদিন আসামীগণ দেশের বিভিন্ন এলাকায় আত্নগোপন করেছিল। ঈদুল ফিতর উপলক্ষে তারা বাড়ীতে আসলে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, লিপন ইসলাম(৩৫), মঞ্জুরুল ইসলাম(২৫), বেলাল হোসেন(৬২), রফিকুল ইসলাম(২১), জাহাঙ্গীর আলম(২৫) আতিয়ার রহমান(৬৫) ও জয়নাল আবেদীন(৬৫)।
এর মধ্যে লিপন ইসলাম ও মঞ্জুরুল ইসলাম বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত।

শনিবার (৮জুন) বিকালে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিবিএকে জানান, ‘এসব ওয়ারেন্ট ভুক্ত-সাজাপ্রাপ্ত আসামীরা এতোদিন গা ঢাকা দিয়েছিল। তারা এলাকায় আসার সংবাদ পাওয়ায় দ্রুত তাদের গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

পিবিএ/এএস/আরআই

আরও পড়ুন...