জলঢাকায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পিবিএ,জলঢাকা: দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’-এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর জলঢাকায় পালিত হয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সুবসতির সহযোগিতায় উপজেলা পরিষদ হতে একটি র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কওে এবং জলঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মমতাজুল ইসলামের নেতৃত্বে অগ্নি নির্বাপনসহ ভূমিকম্পকালীন নিরাপদ থাকার উপর মহড়া প্রদর্শণ করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সুজাউদ্দৌলার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, সুবসতি আঞ্চলিক ব্যবস্থাপক সুরুজ্জামান,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মমতাজুল ইসলাম প্রমূখ।

পিবিএ/এএস/এমএসএম

আরও পড়ুন...