পিবিএ, ঢাকা:
কেবলই ভেসে চলি জলে স্থলে আকাশ মেঘ সীমানায়
ভাসমান এ জীবন পেয়েছি কি বসতভিটা নিগূঢ় আচ্ছাদন
যাযাবর তো জেনেই চলে- চলমান গতি মরুময়তায়
সূর্য দাহে তপ্ত বালুকাময় যাপিত জীবন
আমি ছুটে চলি বলয়হীন উত্তাল অশান্ত জলরাশি
দূর বহু দূর গাংচিলের উড়ন্ত ডানায়
জলযান জানে কতটা গভীরে গেলে পাওয়া যায়
আকাশ মাটির ঠিকানা
জলমগ্নতায় আমার এ বৈভব জীবন
ছুটে চলা নাবিক ধূসর বিষম দরিয়া দেয় পাড়ি
কানায় কানায় পূর্ণ অজানা রোমঞ্চিত আগামী দিন
উদোম আকাশ, বাতাসের দিগি¦দিক গতি- জেনেই গন্তব্য নির্ধারণ
পুলকে পলকে জল তৃষ্ণায় আরতি আরাধনায় শুষে নেয়
চৌচির কাঙালি মাটি ঐ স্বর্গীয় জল।
জলের ঘ্রাণ বুকে নিয়ে দুরন্ত আমি কখনও জলযান
জলে ডোবা আঁখির পাতা প্রতিনিয়ত করে জল্লান
জন্ম থেকে মৃত্যু অবধি ভেসে চলি জলে বহুরূপী ছলে …
সেই প্রথম জল্লান আজ প্রলম্ভিত হয় শেষ স্নানে
হাজার প্রেমিক ভালোবাসায় ছড়িয়ে দেয় অশ্রুপুষ্প জলসম্ভার
আমার শেষ স্নান পূর্ণতায় তোমার সঙ্গ মধুর অঙ্গ
ডুবে থাকা শ্রাবণে শ্রাবণ আলিঙ্গন।
নিত্য জলের আকুতি ভাসিয়ে নেয়া
আমার এই ক্ষুদ্র ভাসমান জলযান জীবন।
(তাহমিনা কোরাইশী)
পিবিএ/এফএস