জাককানইবিতে অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি রাখলেন না স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পিবিএ,জাককানইবি (ভালুকা): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যের এক পর্যায়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: মো. মুরাদ হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদের অন্যান্য সমস্যা দূর করতে না পারলেও অ্যাম্বুলেন্স এর সমস্যা দূর করতে পারি। আপনারা অ্যাম্বুলেন্স পেয়ে গেলেন। আগামী এপ্রিল মাসে বুঝে নিয়েন। কিন্তু পুরো এপ্রিল মাস চলে গেলেও তার দেওয়া কথা অনুযায়ী অ্যাম্বুলেন্স পায়নি বিশ্ববিদ্যালয়টি।

অ্যাম্বুলেন্স
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: মো. মুরাদ হাসান

সে সময় গণতন্ত্র, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সহ নানা বিষয় নিয়ে বক্তব্য প্রদানের পর আবেগ ঘন বক্তব্যের এক সময় তিনি বলেন, অ্যাম্বুলেন্স ও মেডিকেল সেন্টার উন্নয়নে তার মন্ত্রণালয় সহযোগিতা করবে। বক্তব্যের দুই মাস পেরিয়ে গেলেও তার কোনও কার্যকারিতা দেখা যায়নি।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আমাদের দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করেছি। মন্ত্রী দেশের বাইরে ছিলেন তাই একটু সময় লাগছে। মে মাসের মধ্যেই আমরা অ্যাম্বুলেন্স পেয়ে যাবো বলে আশা রাখি। অন্যদিকে এই এম্বুলেন্স এর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

উল্লেখ্য, ইতোপূর্বে এক মন্ত্রী দুটি বাস দেওয়ার কথা বলেছিলেন। তিন বছর পেরিয়ে গেলেও এখনও বাস পায়নি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

পিবিএ/এএ/আরআই

আরও পড়ুন...