আশিক আরিফিন,জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগের সেমিনারের জন্য অধ্যাপক ড. ওয়াকিল আহমদ তাঁর জীবনের সংগৃহীত ফোকলোর বিষয়ক ২০০টি দেশি-বিদেশি বই-জার্নাল উপহার দিয়েছেন।
ফোকলোর বিভাগের সভাপতি সাকার মুস্তাফা বিষয়টি নিশ্চিত করে জানান, বিভাগের পক্ষ থেকে ড. ওয়াকিল আহমদ স্যারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। স্যারের সংগৃহীত গুরুত্বপূর্ণ এই বইগুলো ফোকলোর চর্চা ও গবেষণায় আমাদেরকে সহযোগিতা ও অনুপ্রেরণা জোগাবে।
ড. ওয়াকিল আহমদ মূলত একজন নিবেদিত ফোকলোর গবেষক। তাঁর কর্মের সম্মাননা স্বরূপ আবদুর রব চৌধুরী স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয়; ইতিহাস পরিষদ পদক, বাংলাদেশ ইতিহাস পরিষদ, ঢাকা, মনিরুদ্দীন পদক, কলকাতা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ মুহম্মদ ইব্রাহিম স্মারক স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয়, আচার্য দীনেশচন্দ্র সেন স্বর্ণপদক, কলকাতা, একুশে পদকে ভূষিত হন।
ড. ওয়াকিল আহমদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট লাভ করেন।
কর্মজীবনে ড. ওয়াকিল আহমদ বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ এশিয়াটিক সোসইটি ও বাংলা একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেন।
উল্লেখ্য, প্রকাশিত গ্রন্থসমূহ: বাংলার লোক-সংস্কৃতি (১৯৭৪); উনিশ শতকে বাঙালি মুসলমানের চিন্তা ও চেতনার ধারা (১৯৮৩); বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান (১৯৭০); বাংলা সাহিত্যের পুরাবৃত্ত (১ম খ- ১৯৭৫, ২য় খ- ১৯৯০); সুলতান আমলে বাংলা সাহিত্য (১৯৬৮); বাংলায় বিদেশী পর্যটক (১৯৬৮); মধ্যযুগে বাংলা কাব্যের রূপ ও ভাষা (১৯৯৪); বাংলার মুসলিম বুদ্ধিজীবী (১৯৮৫); বাংলা লোকসাহিত্য : প্রবাদ ও প্রবচন (১৯৯৪); ধাঁধা (১৯৯৫); মন্ত্র (১৯৯৫); ছড়া (১৯৯৮); ভাওয়াইয়া (১৯৯৫); ভাটিয়ালী গান (১৯৯৭); সারিগান (১৯৯৮); বাউল গান (২০০০); বাংলা লোককলাতত্ত্ব ও মতবাদ (১৯৯৯); বাংলা লোককলা প্রবন্ধবলি (২০০১); ব্যক্তি ও ব্যক্তিত্ব (২০০১); লালন গীতি সমগ্র (২০০১); নজরুল : লেটো ও লোকঐতিহ্য (২০০১)।
পিবিএ/এমএসএম