রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে ‘সংস্কৃতিচর্চার হাত ধরে আসুক নবজাগরণ’ এ আওয়াজ তুলে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করেছে মাটি সাংস্কৃতিক গোষ্ঠী।
শনিবার (৯ মার্চ) বিকেল ৩টা থেকে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর জামালপুর জেলা সম্পাদক সুলতানা ইয়াসমিন সেতু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।
সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন প্রবীন সংগীত শিল্পী সিরাজুল ইসলাম চৌধুরী, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, কাব্যকথা আবৃত্তি সংগঠনের পরিচালক রবিউল ইসলাম রাসেল, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর সহসভাপতি রিয়াদুল হাসান, সাধারণ মো. মেজবাউল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা আক্তার, উপদেষ্টা রহমত উল্লাহ রানা প্রমুখ।
আলোচনা সভার আগে ও পরে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর পাঁচ জেলা থেকে আগত নিজস্ব শিল্পীরা গান, নৃত্য, আবৃত্তি ও অভিনয় পরিবেশন করেন। উপস্থিত তিনশতাধিক দর্শকশ্রোতা মন্ত্রমুগ্ধের মতো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
আলোচনায় বক্তারা বলেন, সুস্থধারার সংস্কৃতি বাঙালির হাজার বছরের লালিত সংস্কৃতিচর্চার বহিঃপ্রকাশ। এতে বাঙালি জাতিসত্ত্বার বিকাশ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রাখতে পারে অনন্য ভূমিকা। অপসংস্কৃতির গড্ডালিকা প্রবাহ বন্ধ করতে না পারলে ব্যর্থতায় পর্যবসিত হবে আমাদের দৃশ্যমান ইটপাথরের সমস্ত উন্নয়ন। মানুষকে জাগাতে হলে, সমাজে জাগরণ সৃষ্টি করতে হলে সংস্কৃতির আন্দোলনকে বেগবান করতে হবে।
জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ থেকে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য, শিল্পীরা এ আয়োজনে অংশ নেন।