হুসাইন আহমদ কবির, পিবিএ, গোপালগঞ্জ: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, জাতির পিতার সমাধিতে আসতে ও শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন।
এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হোসেন তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর বিকেলে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি স্থানীয় সার্কিট হাউজে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত গোপালগঞ্জ সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন এবং আগামীকাল শুক্রবার (২ আগষ্ট) সকাল সাড়ে ৮টায় মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জা পরিদর্শন করবেন।
পিবিএ/কবির/জেডআই