জাতিসংঘে সাকিব আল হাসানের পুরো ভাষণ

পিবিএ স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রদান করা হয়েছে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার। তরুণদের দক্ষতা উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখায় জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বক্তব্য রাখেন ইউনিসেফের শুভেচ্ছাদূত সাকিব। নিজের বক্তৃতার পুরো অংশটুকু তার অফিসিয়াল ফেইসবুক পেজে তুলে ধরেছেন সাকিব। নিম্নে সেই স্টাটাস তুলে ধরা হলোঃ-

“আজকের যুবকরা আমাদের ভবিষ্যতের প্রত্যাশা, আজকের যুবকরা আগামীকাল বাংলাদেশের নেতৃবৃন্দ। আমাদের দেশের যুবসমাজ এইচপিএম শেখ হাসিনার অনুকরণীয় নেতৃত্বে সঞ্চারিত, যিনি ক্ষমতায়ন এবং উন্নয়নের জন্য আমাদের পথ আলোকিত করার জন্য মশালটিকে দৃঢ়তার সাথে বহন করেন। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসাবে প্রধানমন্ত্রী ইউনিসেফ কর্তৃক ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভলপমেন্ট ফর ইয়ুথ’ পুরষ্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই মঞ্চে বসতে পেরে আমি অত্যন্ত গর্বিত।’

‘দক্ষতার বিকাশ, হ্রাস শিশু মৃত্যুর হার, শিক্ষার হার এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশের যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যত গঠনে প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা পালন করছেন। আমার বিনীত কৃতজ্ঞতা ইউনিসেফের কাছে, তারা তার প্রচেষ্টা কে সম্মান জানিয়েছেন এবং বাংলাদেশী যুবসমাজের অগ্রগতিকে সম্মান জানিয়েছে এবং আমার তরুণ দেশের পক্ষে আমাকে কথা বলার অনুমতি দেওয়ার জন্য।

‘যুবকদের বিভিন্ন মুখ এবং কখা থাকতে পারে, তবে আমরা সকলেই এক উজ্জ্বল বাংলাদেশ গড়তে আমাদের ভালবাসা এবং উৎসর্গের ব্যাপারে ঐক্যবদ্ধ। আমরা সকলেই এগিয়ে গেলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। চলুন আমরা সবাই আজ একসাথে পদক্ষেপ নিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যাই’।”

পিবিএ/বাখ

আরও পড়ুন...