নতুন কূপ উদ্বোধন

জাতীয় গ্রিডে দৈনিক মিলবে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

হবিগঞ্জের রশীদপুর গ্যাসফিল্ডের দুই কূপের গ্যাস জাতীয় গ্রিড লাইনে যুক্ত হয়েছে। এর মাধ্যমে দৈনিক ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাবে।

রোববার দুপুরে গ্যাসফিল্ডের দুই কূপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এদিন গ্যাস ফিল্ডের ২ ও ৯ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জাতীয় গ্রিড লাইনে গ্যাসফিল্ডের ২ ও ৯ নম্বর কূপের গ্যাস যুক্ত হলো। এর মাধ্যমে দৈনিক ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাবে। এতে গ্যাসফিল্ডের উৎপাদন বেড়ে দাঁড়াল দৈনিক ৬৬ মিলিয়ন ঘনফুট।

গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (এসজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ২ নম্বর কূপ থেকে দীর্ঘদিন গ্যাস উত্তোলন বন্ধ ছিল। ওয়ার্কওভারের মাধ্যমে উৎপাদন উপযোগী করা হয়েছে। ঐ কূপ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, ওয়ার্কওভারের মাধ্যমে এই পরিমাণে গ্যাস পাওয়ার নজির খুবই কম। অন্যদিকে ৯ নম্বর কূপটি নতুন, সেখানে পাইপলাইন না থাকায় গ্যাস উত্তোলন করা যাচ্ছিল না।

আরও পড়ুন...