জাতীয় দলে প্রত্যাবর্তন স্মরণীয় করলেন ওয়ার্নার-স্মিথ

 

পিবিএ/স্পোর্টস ডেস্কঃ বল বিকৃতিকাণ্ডে এক বছরের নির্বাসন কাটিয়ে ফের জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ব্রিসবেনে নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে ওয়ার্নার ২ রানে আউট হলেও স্মিথ কিন্তু ১০৮ বলে ৯২ রানে অপরাজিত থাকেন। আইপিএলে দু’জনেই ভালো পারফর্ম করেছেন। বিশেষ করে ডেভিড ওয়ার্নারের প্রশংসা করতেই হবে। সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে ওপেন করতে নেমে তিনি ৬৯২ রান করেছিলেন ওয়ার্নার। যা এখনও কেউ টপকাতে পারেনি। সব কিছু ঠিক থাকলে ওয়ার্নারই হয়তো কমলা টুপির মালিক থেকে যাবেন।

স্টিভ স্মিথের আইপিএল সফর খুব ভালো না হলেও বিশ্বকাপের আগে তিনি ধীরে ধীরে ফর্মে ফিরছেন। অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার আগেই বলেছিলেন, স্মিথের এত ভালো ফিটনেস ও ফর্ম আমি কখনও দেখেনি। এবার স্মিথের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেছেন, ‘ব্যাটে বলে খুব ভালো টাইমিং করছে স্মিথ। ও ফর্মটাও ফিরে পেয়েছে। ওকে দেখে মনে হচ্ছে না দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিল। তবে প্রস্তুতি ম্যাচের উইকেট সহজ ছিল না। তা সত্ত্বেও নিশ্চিন্তে ব্যাট করেছে স্মিথ। বিশ্বকাপের আগে স্মিথ ও ওয়ার্নারের ফর্মে ফেরাটা আমাদের কাছে খুবই ইতিবাচক। বিশ্বকাপ ট্রফি ধরে রাখাটাই আমাদের মূল লক্ষ্য। গতবারের বিশ্বকাপজয়ী দলের ছ’জন ক্রিকেটার এবারও খেলবে। আশা করছি আমরা ইংল্যান্ডে ভালো পারফর্ম করতে পারব।

পিবিএ/এমআর

আরও পড়ুন...