মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস গাইবান্ধায় পালিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দিন ব্যাপি গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ অফিস এর উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে গাইবান্ধার বাসষ্টান্ড, তুলশীঘাটসহ দৃশ্যমান স্থানে মোবাইল কোট পরিচালনা ও যানবাহনে ষ্টিকার এবং লিফলেট বিতরণ করা হয়।
এসময় মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, দূরপাল্লার বাস, ড্যাম ট্রাক ও ভটভটির রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ আইনে বিভিন্ন ধারায় ১০ টি যানবাহনের মালিক ও চালকদের কাছ থেকে ১০ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
গাইবান্ধা বাসটার্মিনাল এলাকায় বিভিন্ন যানবাহনের বডিতে ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার লেখা সংবলিত ষ্টিকার ও চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। মোটরযান চালকদের প্রতি আহবান,
মোটরযান মালিকদের প্রতি আহবান যাত্রীদের প্রতি আহবান ও পথচারীদের প্রতি আহবান ২৭টি দিক নির্দেশনামূলক তথ্য লিফলেটে উল্লেখ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাইবান্ধা সার্কেল অফিরের সহকারী পরিচালক রবিউল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর শাহ আলম, বিআরটিএ মটরযান পরিদর্শক কামাল আহমেদ, বিআরটিএ কর্মকর্তাগন, জেলা মটর মালিক সমিতির সভাপতি এস, এম নাজিবুল আমিন নান্নু, সড়ক সম্পাদক কামরুল ইসলাম, মটর বাস শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আশরাফুল আলম বাদশাসহ অনেকে।