জাতীয় সংসদে বাসন্তী চাকমার বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে সাংবাদিক সম্মেলন

bandharbanpba

পিবিএ,বান্দরবান: ২৬ ফেব্রুয়ারী মহান সংসদে দাঁড়িয়ে শান্তিবাহিনীতে সম্পূর্ণ নির্দোষ বলে দাবী করা এবং সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ করা-এরূপ মিথ্যা তথ্য জাতির সামনে উপস্থাপন করার প্রতিবাদে বান্দারবানে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও বাংগালী ছাত্র পরিষদ।

২ মার্চ বিকাল ৩ টায় বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র-নৃ গোষ্ঠির প্রতি অত্যন্ত আন্তরিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঔদার্য দেখিয়ে বাসন্তী চাকমাকে মহিলা সংসদ সদস্য মনোনীত করেছেন।

কিন্তু বান্দরবান থেকে ৬ বারের নির্বাচিত এমপি, নেতৃত্বে অভিজ্ঞ পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এর নেতৃত্বে যেভাবে বান্দরবানে শান্তি ফিরে এসেছে। এর চর্চা না করেই একটি অপশক্তির দ্বারা প্ররোচিত হয়ে রাংগামাটি ও খাগড়াছড়ি জেলার আঞ্চলিক নেতারা শান্তি প্রক্রিয়াকে বিনষ্ট করেছেন বলে অভিযোগ করেন।

একটি জাতীয় রাজনীতির গণতান্ত্রিক দল আওয়ামীলীগ মনোনীত মহিলা এমপি হয়ে বাসন্তী চাকমা অপরিপক্ক নতুনত্ব নেতৃত্বে তাঁর নিচু মন মানসিকতা থেকে বেরিয়ে এসে সাম্প্রদায়িক সম্প্রীতিবোধ চর্চায় অভ্যস্ত নয় বলেই খাগড়াছড়ি ও রাংগামাটিতে প্রায়শ সৃষ্টি হওয়া জাতিগত দাংগার পূনরাবৃত্তির ঘটে থাকে জানান।

পিবিএ/আরপি/হক

আরও পড়ুন...