জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আটক

আটক আশেক আহমেদ

পিবিএ, ঢাকা: সোশ্যাল মিডিয়ায় মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রবিরোধী মিথ্যা, বানোয়াট গুজব প্রচারণা চালানোর অভিযোগে জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক আহমেদকে (৪০) আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
রোববার (২৪ মার্চ) রাত ১১টায় রাজধানীর তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে আশেককে আটক করা হয় বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

সোমবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এমরানুল বলেন, সোশ্যাল মিডিয়ায় মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রবিরোধী মিথ্যা, বানোয়াট গুজব প্রচারণা চালাতেন আশেক। এছাড়াও বিএনপির একজন নেতা হয়েও ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নিজের রাজনৈতিক পরিচয় গোপন করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার চেষ্টা করেন। তাই মানুষের মনে বিশ্বাস স্থাপনের জন্য তিনি দেশের শীর্ষ স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ মার্চ) রাত ১১টায় রাজধানীর তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে আশেককে আটক করা হয়।

তিনি বলেন, আশেক তার ফেসবুক পেইজে মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর বিতর্কিত মন্তব্য করে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী প্রপাগান্ডা প্রচার করতেন। যার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি অশ্রদ্ধা, অবজ্ঞা ও অসম্মান প্রদর্শন করা হয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...