জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

পিবিএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মুখে কৃমিনাশক ক্যাপসুল তুলে দিয়ে এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু।

উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস সাত্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান। এছাড়াও এ সময় সহযোগী স্যানিটারী ইন্সপেক্টর মো.ফরিদ উদ্দিন ও স্বাস্থ্য পরিদর্শক মো.বোরহান উদ্দিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.জমির মো.হাসিবুস সাত্তার বলেন, সারা দেশের ন্যায় পাকুন্দিয়াও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হচ্ছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫-১২বছর বয়সী সব শিশুকে এক ডোজ করে ম্যাবেনডাজল (৫০০মি.গ্রাম) ক্যাপসুল খাওয়ানো হবে। ৬এপ্রিল থেকে ১১এপ্রিল পর্যন্ত সপ্তাহ ব্যাপী এসব কৃমিনাশক ক্যাপসুল খাওয়ানো হবে।

পিবিএ/এসএইচ/হক

আরও পড়ুন...