জাতীয় পার্টির অঙ্গ সংগঠনে যোগ দিলেন হিরো আলম

পিবিএ,ঢাকা : জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আলোচিত মডেল ও অভিনেতা মোঃ আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আজ বৃহস্পতিবার দুপুরে উত্তরাস্থ সাংস্কৃতিক পার্টির সভাপতি চিত্র নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা স্বীয় বাসভবনে জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক হিসেবে নিয়োগ প্রদান করেন।

নিয়োগ প্রদান অনুষ্ঠানে চিত্র নায়ক সোহেল রানা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে হিরো আলম যথাযথ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খিলক্ষেত থানার জাতীয় পার্টির সভাপতি নজরুল সরদারসহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

পিবিএ/এমআই

আরও পড়ুন...