পিবিএ,ঢামেক: রাজধানীর দোয়েল চত্বর শিশু একাডেমির সামনের রাস্তায় একটি নারিকেল গাছ পড়ে পথচারী রিকসা আরোহী এক নারী নিহত হয়েছে। আহতের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক খুরশেদ আলম খশুসহ তার পরিবার রয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মিতু ঘোষ (২২) একই রিকশায় ছিলো। একই রিকশায় ছিল তার বান্ধবী স্বপ্না।
বই মেলা থেকে পরিবার নিয়ে ফেরা পথে আহত হন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক খুরশেদ আলম খশু (৬০) তার স্ত্রী সেলিনা আলম (৪০), তাদের বড় মেয়ে শেহরিন আলম (২০) ও ছোট মেয়ে সাজরিন আলম (৮), আবুজর গিফারী কলেজ এর বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র মহসিন খান (২১), আর আহতরা হলেন তার স্বামী ধনঞ্জয় (৩০)
এবং অজ্ঞাতনামা এক মহিলা (৪০)।
এবং অজ্ঞাতনামা এক মহিলা (৪০)।
আহত সেলিনা আলমের ভাই হৃদয় জানান, খুরশিদ আলম স্ত্রী এবং দুই মেয়ে নিয়ে শাহবাগ বই মেলায় এসেছিলেন। সেখান থেকে রাতে সিএনজি যোগে মগবাজার বাজার রেলগেট এলাকায় বাসায় ফিরছিলেন। পথে দোয়েল চত্ত্বর পার হলে শিশু একাডেমির ভিতরের একটি নারকেল গাছ ভেঙে রাস্তার উপর তাদের সিএনজি সহ বেশ কিছু গাড়ির উপর পড়ে। এতে তারা আহত হয়।
আহত ধনঞ্জয় জানান, মিতুর সাথে তার এনগেইজমেন্ট হয়েছে। আজকে তারা দুজনে মিলে বই মেলায় এসেছিলেন। সেখান থেকে রিক্সা যোগে তাদের বাসা সূত্রাপুর থানার পাশে ফিরছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর আহত ৭ জনকে জরুরী বিভাগে চিকিৎসা।দেওয়া হয়েছে। এদের মধ্যে অজ্ঞাতনামা ওই নারীর অবস্থা শঙ্কটাপন্ন।
পিবিএ/এইচএ/জেডআই