জাতীয় প্রেসক্লাব চত্বরে শাহ আলমগীরের নামাজে জানাজা অনুষ্ঠিত

Press club Janaza Alomgir-PBA

পিবিএ,ঢাকা: জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীরের তৃতীয় নামাজে জানাজা ।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে নামাজে জানাজা শেষে মরহুমের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম সহ বিভিন্ন সাংবাদিক।

এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন অব বাংলাদেশ, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে প্রবীণ এই সাংবাদিককে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এর আগে দুপুর দেড়টায় রাজধানীর গোড়ানে শাহ আলমগীরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটার দিকে পিআইবি চত্বরে দ্বিতীয় জানাজা হয়। বিকেল চারটায় উওরায় চতুর্থ নামাজের জানাজা শেষে বিকেল পাঁচটায় উত্তরা ১২ নম্বর সেক্টরে তাকে দাফন করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ এই সাংবাদিক।

পিবিএ/হক

আরও পড়ুন...