জাতীয় ফল কাঁঠালের পুষ্পমঞ্জরি ডিসেম্বরের শুরু থেকেই সারা দেশের গাছে গাছে ধরেছে। কাঁঠালের পুষ্পমঞ্জরি হলো একটি স্পাইক যা দুটি নৌকার মতো স্পেদ বা খোলসের মধ্যে আবৃত থাকে। ধীরে ধীরে স্পেদ উন্মুক্ত হয়ে পুষ্পমঞ্জরিটি বের হয়। সাধারণত কাঁঠাল গাছের ট্রাংক বা পুরাতন ডালের ফুটষ্টকে জী পুষ্পমঞ্জরি ধরে। ফুটস্টক হলো গাছের ট্রাংক বা ডাল থেকে উৎপন্ন কাঁঠালের বোঁটার মতো অংশ যাতে কাঁঠাল ঝুলে থাকে। ছবিটি গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ফকিরপাড়া থেকে তোলা। মঙ্গলবার, ৩ জানুয়ারী। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত

আরও পড়ুন...