তার আসল পরিচয় ব্যাটসম্যান। উইকেটরক্ষকের ভূমিকাতেও দেখা যায় তাকে। কিন্তু এই দুটির কোনোটিই নয়। জাতীয় লিগে মোহাম্মদ মিঠুন আলো ছড়িয়েছেন ভিন্ন ভূমিকায়। ঢাকা বিভাগের বিপক্ষে খুলনা বিভাগের হয়ে একাই ৭ উইকেট তুলে নিয়েছেন জাতীয় দলে খেলা এই ক্রিকেটার।
ম্যাচটিতে অবশ্য ব্যাট হাতে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন তিনি। ঢাকার করা ৩৩৫ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২১৩ রান করে মিঠুনের নেতৃত্বে খেলা খুলনা। ১৯ বল থেকে ৩ রান করে আউট হন মিঠুন। ওই ইনিংসে দলটির পক্ষে ৯৪ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন সৌম্য সরকার।
ব্যাট হাতে না পারলেও বল হাতে জ্বলে উঠেন মিঠুন। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা। তাদের ৮ উইকেটের সাতটিই নেন মিঠুন। বাকি উইকেটটি নেন টিপু সুলতান।
ইনিংস শেষে মিঠুনে বোলিং ফিগার দাঁড়ায় ১৮ ওভার ৪ বল হাত ঘুরিয়ে ৫ মেডেনসহ ৪৮ রান দিয়ে ৭ উইকেট। ৩৭৯ রানের লক্ষ্যে খেলতে নামা খুলনা তৃতীয় দিনশেষে ৭ রান তুলে কোনো উইকেট হারায়নি।