পিবিএ,পাবনা: সাংবাদিকদের প্রাণের সংগঠন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গভঃ রেজিঃ নং ৯১৬৮ জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ)এর পাবনা জেলা শাখা কমিটি গঠিত হয়েছে।গত ২২ জুলাই জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত বিবৃতিতে উক্ত পাবনা জেলা শাখার ১১জন বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
কমিটিতে সাংবাদিক রেজাউল করিম ফেরদৌসকে সভাপতি এবং সাংবাদিক রিফাজ বিশ্বাস লালনকে সাধারন সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন সিনিয়ন সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান শিহাব, যুগ্ন-সম্পাদক সুলতান মাহমুদ বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ রিমন হোসেন, অর্থ সম্পাদক মোঃ তুহিন হোসেন, দপ্তর সম্পাদক নাদিম হোসেন রাব্বি, প্রচার সম্পাদক ইয়াসিন শেখ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফারাবী বিন সাকিব ও আইন বিষয়ক সম্পাদক মিথুন মোল্লা ।
নব-নির্বাচিত রেজাউল করিম ফেরদৌস বলেন, সাংবাদিকদের দাবী ও অধিকার আদায়ের সংগঠন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন পাবনা জেলা কমিটি অনুমোদন দেওয়ায় আমি কৃতজ্ঞতা জানাই জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারী রাসেল তালুকদারকে। আমরা সত্য এবং ন্যায়কে সামনে রেখে কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
পিবিএ/মোঃ তুহিন হোসেন/বিএইচ