জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাংগাইল: টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার(১২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

এর আগে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিট কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্র বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে টাঙ্গাইল প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংগঠনের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন।

অনুষ্ঠানে সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. সেলিম তরফদার, জেলা ইউনিটের সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, বুলবুল হাসান, যুগ্ম-সম্পাদক তাইজুল ইসলাম

টুটুল, সাংগঠনিক সম্পাদক আরমান কবীর সৈকত, প্রচার সম্পাদক ইমরুল হাসান বাবু, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ সংগঠনের সদস্য এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেয়।

শেষে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেনের সুস্বাস্থ ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...