জানালা ভেঙ্গে পালিয়েছে করোনা রোগী, একে ধরিয়ে দিন

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) : ওবাইদুর (৪২) ছবির মানুষটি করোনা আক্রান্ত। জানালা ভেঙ্গে পালিয়েছে। তাকে ধরিয়ে দিন। তিনি জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর গ্রামের মৃত আবেদ আলির ছেলে।

জয়পুরহাট প্রশাসন অনুরোধ করেছে, তাকে কোথাও দেখলে পুলিশকে জানান : ৯৯৯ অথবা ওসি কালাই: +৮৮ ০১৭১৩-৩৭৪০৮৩ নাম্বারে খবার দিন।

জয়পুরহাটের কালাই উপজেলার করোনা ভাইরাস সংক্রমিত দুই জনের একজন বাড়ীর জানাল ভেঙ্গে পালিয়েছে। প্রশাসন তাকে খোঁজার চেষ্টা করছে।

আরও পড়ুনবিশ্বে করোনায় আক্রান্ত ২২ লাখ, মৃত্যুর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ছাড়াল

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্প্রতিবার জয়পুরহাট জেলা থেকে করোনা উপসর্গ থাকা ২৩ জন রোগীর নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরি পাঠান। এরমধ্যে ২১টি নমুনা নেগেটিভ ও কালাই উপজেলার জিন্দাপুর গ্রামের মৃত আবেদ আলির ছেলে ওবাইদুর (৪২) ও একই গ্রামের মৃত আইয়ুব আলির ছেলে মোকলেছুর রহমান (৪৭) এর ২টি পজিটিভ রেজাল্ট রয়েছে। বৃহস্পতিবার রাতেই তাদেরকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইএইচটির আইশোলেসনে পাঠানোর কথা ছিল।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে কিভাবে একজন থেকে সংক্রমিত হলো ১৭ জন!

কিন্তু তাদের নিকট এ্যাম্বুলেন্স পৌছার আগেই করোনা আক্রান্ত ওবাইদুর ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে গেছে। তাকে কোথাও দেখলে পুলিশকে জানান : ৯৯৯ অথবা ওসি কালাই: +৮৮ ০১৭১৩-৩৭৪০৮৩ নাম্বারে জানানোর অনুরোধ জানিয়েছেন প্রশাসন।

পিবিএ/মোঃ বাবুল হোসেন/মোআ

আরও পড়ুন...