পিবিএ/ডেস্কঃ সালমান খান, ক্যাটরিনা কাইফ আর আলি আব্বাস জfফর আবার তৈরি। টাইগার আভি জিন্দা হ্যায়-এর তৃতীয় পর্বের কাজ শুরু হবে। আগামী বছরের জানুয়ারিতেই শ্যুটিং শুরু হয়ে যাবে। এক থা টাইগার মুক্তি পেয়েছিল ২০১২ সালে। ছবিটির পরিচালনা করেছিলেন কবির খান। কিন্তু তারপর ২০১৭ সালে যখন ছবির সিক্যুয়াল করার কথা ভাবা হল তখন পরিচালক বদলে ফেললেন ভাইজান। এবার আর কবির নন, আলি আব্বাস জাফর নিলেন পরিচালনার দায়িত্ব। ‘এক থা টাইগার’-এর সিক্যুয়াল হিসেবে ‘টাইগার আভি জিন্দা হ্যায়’ও দুরন্ত সাফল্যের মুখ দেখল। তারপর দু’বছর সব চুপচাপ। ইতিমধ্যে সালমানের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় ছবিতে ক্যাটকে আবারও দেখা যাবে। ভারতের ফার্স্ট লুক থেকে ট্রেলার ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শক। সব ঠিকঠাক চললে ছবি মুক্তি পাবে এবছর ইদে। কিন্তু প্রসঙ্গ আপাতত টাইগার ৩। ছবির কাজ শুরু না হলেও ভাবনা ও পরিকল্পনায় পরিচালক নায়ক ও নায়িকা একেবারে তৈরি। ছবির গল্পের ট্যুইস্টও ভাবা হয়ে গিয়েছে। তবে সে বিষয়ে অভিনেতা ও পরিচালক কেউই মুখ খুলছেন না। আলি আব্বাস জাফর শুধু জানিয়েছেন, এক থা টাইগার বক্স অফিসে ১৮৬ কোটি টাকার ব্যবসা করেছিল। টাইগার জিন্দা হ্যায়-তে টাকার অঙ্ক বেড়ে ৩৩৯ কোটিতে গিয়ে দাঁড়ায়। আর এই ছবির অ্যাকশন ও থ্রিল এতটাই বেশি যে আগের দুটোকেই তা বহুগুণে ছাপিয়ে যাবে বলে তাঁর বিশ্বাস। আপাতত ক্যাট আর সালমান দু’জনেই আগামী জানুয়ারির অপেক্ষায় রয়েছেন।
পিবিএ/এমআর