পিবিএ ডেস্ক: ‘জাপানিজ মেসি’ খ্যাত তাকেফুসা কুবোকে কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ এ ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। কুবোকে স্বাগত জানিয়ে শুক্রবার টুইট করেছে রিয়াল মাদ্রিদ। খবর ফোর্বসের।
গত সপ্তাহে নিজের ১৮ তম জন্মদিন উদযাপনের প্রাক্কালে জাতীয় দলে অভিষেক হয়েছে কুবোর। জাপানের হয়ে কোপা আমেরিকাতেও খেলবেন তিনি।
জাতীয় দলে ডাক পাওয়ায় তাকেফুসা কুবো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে আসেন। ২০১৫ সাল পর্যন্ত বার্সেলোনার যুব দল লা মাসিয়াতে ছিলেন কুবো। তার জন্য রিয়াল মাদ্রিদের খরচ করতে হয়েছে ২ মিলিয়ন ইউরো। প্রতি মৌসুমে ১ মিলিয়ন ইউরো করে বেতন পাবেন কুবো।
পিবিএ/এএইচ