জাপানি মায়ের আপিলের রায় ১৩ ফেব্রুয়ারি

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের জিম্মায় নিতে জাপানি মা নাকানো এরিকোর দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১৩ ফেব্রুয়ারি রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে প্রধান বিচারপতি বলেন, সব কিছু আইনের ব্যাখ্যা বা আইন দিয়ে রেগুলেটেড হয় না। আমরা আপনাদের অনুরোধ করবো, প্রথম থেকেই বলছি যেহেতু দুজন (বাবা-মা) এখনও পৃথক হননি, বাচ্চাদের ভবিষ্যতের দিকে খেয়াল করে নিজেরা মিমাংসা করে ফেলতে পারেন কিনা। যেহেতু এখনও পৃথক হয়নি, তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক বিদ্যমান আছে, ১৩ তারিখের মধ্যে যদি মিমাংসা করতে পারেন তাহলে ভালো। না হলে আমরা যতটুকু শুনলাম, আইন যতটুকু আছে সে অনুসারে আদেশ দিয়ে দেব।

আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট আহসানুল করিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, অ্যাডভোকেট ফাওজিয়া করিম ও ব্যারিস্টার অনিক আর হক।

এর আগে ২৩ জানুয়ারি আপিল বিভাগ এক আদেশে বলেন, জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা আরও দুই সপ্তাহ তাদের মা নাকানো এরিকোর সঙ্গে রাজধানীর বারিধারার হোটেল ইসকর্ট প্যালেসে থাকবে। তবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যেকোন সময় শিশুদের সঙ্গে তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফ দেখা করতে পারবেন। এই আদেশও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

গত ৫ ডিসেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো।

এর আগে, ২১ নভেম্বর জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা

আরও পড়ুন...