জাপানের স্টুডিওতে নাশকতার আগুনে নিহত ২৩: আহত ৩৬ জন

পিবিএ ডেস্ক: জাপানের কিওটোয় অ্যানিমেশন স্টুডিওতে নাশকতায় নিহত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ২৩। এ ঘটনায় আহত হয়েছেন ৩৬ জন। দেশটির স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি কিওটো অ্যানিমেশন কোম্পানির স্টুডিও ভেঙে পেট্রল ছিটিয়ে দেন। পরে তাতে আগুন ধরিয়ে দেন তিনি।

পুলিশ জানায়, ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সময় ভবনটিতে অন্তত ৭০ জন ছিলেন। ফায়ার সার্ভিসের এক মুখপাত্র বলেছেন, তিনতলা ওই ভবনে আটকা পড়া বেশ কয়েকজনকে বের করে আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার সময় তিনতলা ওই ভবনে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

কিওটো বিভাগীয় পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এক ব্যক্তি তরল পদার্থ ছুড়ে মেরে সেখানে আগুন লাগিয়ে দিয়েছেন।’ স্থানীয় গণমাধ্যমে বলা হয়, ঘটনাস্থলে ছুরিও পেয়েছে পুলিশ।

ওই ভবনে আগুন লাগানোর পর সন্দেহভাজন ব্যক্তি ‘অকালমৃত্যু’ বলে চিৎকার করেন বলে বার্তা সংস্থা এনএইচকে জানায়। ওই ব্যক্তির সঙ্গে এই স্টুডিও কোম্পানির কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো জানা যায়নি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...