জাপানে ছুরিকাঘাতে ২ জন নিহত,আহত ১৬

 

জাপানের রাজধানী টোকিওর একটি পার্কের কাছে ছুরি নিয়ে হামলার ঘটনায় দু'জন নিহত হয়েছে

পিবিএ,ডেস্ক: জাপানের রাজধানী টোকিওর একটি পার্কের কাছে ছুরি নিয়ে হামলার ঘটনায় দু’জন নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক রয়েছে। এছাড়া ছুরিকাঘাতে শিশুসহ আরও কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ,( ২৮মে )সকালে ওই হামলা চালানো হয়। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। টোকিওর দক্ষিণাঞ্চলীয় কাওয়াসাকি শহরের ওই হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, পুলিশ ওই হামলার ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে দুটি ছুরি উদ্ধার করেছে। কাওয়াসাকি দমকল বিভাগের এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে একটি জরুরি ফোনকল আসে। বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছে বলে তাকে জানানো হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি বাস স্টপের কাছে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায়। ওই এলাকাটি একটি স্থানীয় ট্রেন স্টেশনের খুব কাছেই অবস্থিত ।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...