জাবিতে রোভার স্কাউটের ১৬২ তম বি.পি. দিবস পালন

jabi

পিবিএ, জাবি : ‘পৃথিবীকে যেমন পেয়েছ, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো’- স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা র্লড ব্যাডেন পাওয়েলের এই শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোভার স্কাউট গ্রুপ পালিত হয়েছে ১৬২ তম বি.পি. দিবস। গতকাল শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে দিবসটি পালন করা হয়।

দিনের শুরুতে সকাল ৯টায় জাতীয় পতাকা, সংগঠনটির পতাকা উত্তোলন ও কেক কাটার মাধ্যমে কর্মসূচী শুরু হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাবি রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত শিক্ষক ও আর এস এল বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজামান।

jabi 2

উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, ‘আজকের দিনটি ছিলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বি. পি. যেমন পৃথিবীকে আরও সুন্দর করে রেখে যেতে চেয়েছেন আজ আমরাও নতুন করে শপথ নিয়েছি আমাদের সমাজ-দেশ তথা মানবতার কল্যাণে নিজেদের বিলিয়ে দেওয়ার। সেবার মাঝে যে আনন্দ তা আর কোন কিছুতে পাওয়া যাবে না। আমি ও জাবি রোভার স্কাউটের সকল সদস্য আমাদের মতো সেবা বাস্তবায়নে বদ্ধপরিকর। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সামনের দিনগুলোতে জাবি রোভার স্কাউট সদস্যরা আরও সুন্দর সুন্দর কাজ করবে সেই প্রত্যাশা রইলো।’

রোভার স্কাউট জাবি শাখার সাধারণ সম্পাদক (জি.এস) খলিলুর রহমান বলেন, ‘জাবি রোভার স্কাউট একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন। যার মূল উদ্দশ্যে হলো সেবা প্রদান করা। আর সেবাই পরম ধর্ম। এই উদ্দেশ্য সবার মাঝে ছড়িয়ে দিতেই আমরা সচেষ্ট। আশা করি কোন একদিন সবাই অপরের সেবায় ব্রত থাকবেন।’

jabi 3

এরপর একটি আনন্দ র‌্যালী বিশ্ববিদ্যালয়ের রোভার ডেন থেকে শুরু হয়ে জহির রায়হান মিলনায়তন, শহীদ মিনার ও বটতলা প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। স্লোগানের বাস্তবায়নের লক্ষ্যে শহীদ মিনার ও তার প্রাঙ্গণে পরিচালনা করা হয় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান। অনুষ্ঠান শেষে আলোচনা সভা ও প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট বিতরণ করা হয়।

পিবিএ/জিজি

আরও পড়ুন...