পিবিএ,জাবি: করোনা ভাইরাসের কারণে ক্ষতির সম্মুখিন হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দোকানদার রিকসা চালক ও ছিন্নমূলদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ছাত্র অধিকার পরিষদ।
বুধবার (২০ মে) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগরে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক শাকিল উজ্জামানের নেতৃত্বে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এই বিষয়ে শাকিল উজ্জামান জানান, যেসব শ্রমজীবী মানুষ দোকানদার, রিকসাওয়ালা, ছিন্নমূল বিগত সময়ে আমাদেরকে ক্যাম্পাসে সেবা দিয়ে আর্থিক উপার্জন করে চলতো তারা আজ অসহায়। তাদের আয় নেই, ঘরে খাবার নেই। পবিত্র রমজান মাসেও তাদের একটু ভালোভাবে ইফতার করার সাধ্যটুকুও নেই। সেসব মানুষের জন্য আমরা বাড়ি থেকে রান্না করে ইফতারের প্যাকেট নিয়ে তাদের হাতে পৌঁছে দিচ্ছি। আমরা আমাদের সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছি। সবাই যেন যার যার সাধ্যমত অসহায় মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের নেতা আবু সাঈদ প্রমুখ।
পিবিএ/শামীম/এএম