জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র প্রাণিবিদ্যা বিভাগর ‘কনজারবশন মিডিয়া এওয়ার্ড’ পলন সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন। ২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসর জহির রায়হান মিলনায়তন পাখিমলা-২০২০ অনুষ্ঠিত হয়। ২০১৯ সাল প্রকাশিত পরিবশ বিষয় তার শতাধিক প্রতিবদন/ফিচার পর্যালাচনা কর অনলাইন ক্যাটাগরিত তাক এ সম্মাননা প্রদান করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র উপাচার্য ডা. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসব উপস্তি থক বিশ্বজিৎ বাপনর হাত সুদশ্য ক্রস্ট ও সার্টিফিকট তুল দন।
এ সময় উপস্তি ছিলন আÍর্জাতিক প্রকতি ও প্রাকতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এর বাংলাদশ প্রধান রাকিবুল আমিন, প্রকতি ও জীবন ফাউন্ডশনর চয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বাংলাদশ বার্ড ক্লাবর প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত পাখি গবষক ইনাম আল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র প্রাণিবিদ্যা বিভাগর প্রফসর ড. মনিরল এইচ খান, প্রফসর ড. সাজদা বগম এবং প্রফসর ড. কামরল হাসান।
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন ২০০৯ সালর ডিসম্বর দনিক কালর কণ্ঠ ‘শ্রীমঙ্গল প্রতিনিধি’ হিসব নিয়াগলাভর মাধ্যম সংবাদিকতায় যাগদান করন। পর ২০১৫ তিনি বাংলানিউজ টায়টিফার ডটকম ‘এনভায়রনমট স্পশাল করসপন্ডট’ এবং পর ‘স্টাফ করসপন্ডট’ হিসব দায়িত্বপালন করন। বর্তমান তিনি বাংলানিউজর ‘ডিভিশনাল সিনিয়র করসপন্ডট’ হিসব যুক্ত আছন।
ন্যাশনাল টি কাম্পানি (এনটিসি) এর সাবক টি পাটার বিজয় কাÍি ভট্টাচার্য পুষ্প এবং মিতা ভট্টাচার্য এর প্রথম পুত্র বিশ্বজিৎ। ববাহিক জীবন তিনি অষ্টম শ্রণিত অধ্যায়নরত বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য নামর একপুত্র সÍনর জনক। তার স্ত্রীর নাম তনুশ্রী গাস্বামী। সাংবাদিকতার পাশাপাশি তিনি কণ্ঠধনি আবত্তিচক্র নাম একটি আবত্তি প্রশিক্ষণ কদ্রর পরিচালক। স্ানীয় শিশু-কিশারদর মাঝ শুদ্ধ উচারণ ও আবত্তিচর্চায় নিরলসভাব কাজ কর চলছন। বিশ্বজিৎ ভট্টাচার্য বাপনর ‘প্রকতি ও জীববচিত্র্য’ বিষয়ক নানান প্রতিবদন/ফিচার এবং আলাচিত্রগুলা পাঠক মহল সমাদত।
পিবিএ/আহাদ মিয়া/বিএইচ