পিবিএ, চুয়াডাঙ্গা: ভাগ্নিকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে জামাইকে শিকল দিয়ে বন্দী করে মারধর করেছে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হ্যালিপ্যাড সংলগ্ন পাড়ায়। শিকলবন্দী জামাই ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হামিদের ছেলে সোহরাব হোসেন (৩০)।
শিকলবন্দী সোহরাব বলেন, ৮-১০ দিন আগে মোবাইলে টাকা দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে আমার স্ত্রী নীলার হাতে আঘাত করি। তারপর সে আমার ওপর রাগ করে বাবার বাড়ি জীবননগরে চলে আসে। আমি রোববার সন্ধ্যায় আমার স্ত্রী ও সন্তানকে ঈদের জামা-কাপড় দিতে আসলে আমার মামা শ্বশুর আমাকে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে তালাবদ্ধ করে রেখেছে এবং মারপিট করছে।
মামা শ্বশুর মসলেম উদ্দিন বলেন, আমার ভাগ্নিকে মারপিট করার কারণে ভাগনে জামাই সোহরাব হোসেনকে শিকল দিয়ে তালা বদ্ধ করে রেখেছি। সে পালিয়ে যাবার পর তার বাবা-মা আমাদের নামে যেনো মিথ্যা গুম মামলা দিতে না পারে সেজন্য তাকে আটকে রেখেছি। তার বাবা-মা আসলে আমরা তাকে তাদের হাতে তুলে দেবো।
পিবিএ/এএইচ