জামালপুরের বাজারে চার প্রতিষ্ঠানকে জরিমানা

পিবিএ,রাজবাড়ী: বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

জরিমানা
জামালপুরের বাজারে চার প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযানকালে মুল্য তালিকা প্রদর্শন না করার দায়ে রিয়াদ স্টোরকে ৩৮ ধারায় ১ হাজার টাকা,মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রিয় দায়ে বিশ্বাস ফার্মেসীকে ৫১ ধারায় ১ হাজার টাকা ও ন্যাশনাল ড্রাগকে ১ হাজার ৫০০ টাকা এবং মোরক ব্যবহার না করার দায়ে মিকরাইল স্টোরকে ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অভিযানে সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান,রমজান উপলক্ষে ভোক্তা অধিকার রক্ষায় নিয়মিত হাট বাজারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে চারটা প্রতিষ্ঠানকে আমরা ৪,৫০০ টাকা জরিমানা করেছি।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পিবিএ/সিএস/আরআই

আরও পড়ুন...