মশউির রহমান টুটুল,পিবিএ,জামালপুর: জামালপুরের ৭টি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সরিষাবাড়ী, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় ১ জন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ইসলামপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, দেওয়ানগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন এবং বকশীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়াও ৭টি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জামালপুর সদর: জামালপুর সদরে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আ’লীগের মোহাম্মদ আবুল হোসেন ও জাপার কাজী নজরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন নাজমুল আহসান জনি, খলিলুর রহমান, ওবায়দুর রহমান টিটু, মহসীনুজ্জামান ও আক্তারুজ্জামান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা ইয়াসমিন লিটা, মনিরা চৌধুরী ও মোছা. আসমানী বেগম।
বকশীগঞ্জ: বকশীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আ’লীগের একেএম সাইফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান পাভেল। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আবু সায়েম, জাহিদুল ইসলাম জুমান তালুকদার, আনিছুজ্জামান হেবলু, জহুরুল ইসলাম জয়নাল, জিয়াউল হক জিয়া, আব্দুল আলিম তারা, আব্দুল্লাহ আল শাফি লিপন ও মোজাহেরুল ইসলাম ভিমল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তাহামিনা আক্তার পাখি, জহুরা বেগম ও মাসুমা ইয়াসমিন স্মৃতি।
দেওয়ানগঞ্জ: দেওয়ানগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আ’লীগের আবুল কালাম আজাদ ও আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সোলায়মান হক সোলাই। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন দেওয়ান এমরান, তৌফিকুল ইসলাম খোকন, আব্দুল মমিন লাল মিয়া, আব্দুল লতিফ, আল আমীন ও শরিফ মো. শাহরিয়ার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তাসলিমা আক্তার লিপি বেগম, রোকেয়া সরদার ও সেলিনা আক্তার।
মেলান্দহ: মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আ’লীগের একমাত্র প্রার্থী কামরুজ্জামান। ভাইস চেয়ারম্যান পদে ড. ইউনুস আলী, প্রভাষক বুরহান উদ্দিন, আব্দুর রউফ গোপন মুন্সি, রাকিব হাসান ও আব্দুল আউয়াল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জয়নব বেগম, শামসুন্নাহার, জেসমিন আক্তার, মালেহা আক্তার ও নাজমুন্নার।
মাদারগঞ্জ: মাদারগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আ’লীগের একমাত্র প্রার্থী. ওবায়দুর রহমান বেলাল। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সমীর কুমার পাল পাচু, আতিকুর রহমান, শফিকুল ইসলাম, হুমায়ুন কবির, মিজানুর রহমান সুজন, আনিছুর রহমান, মোশারফ হোসেন মোল্ল¬া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সামসাদ আরা রেবা, নাজমা পারভীন মুন্নী, লায়লা ইয়াসমিন, ওয়াহিদা আক্তার মিরা ও রোজিনা পারভিন।
সরিষাবাড়ী: সরিষাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আ’লীগের একমাত্র প্রার্থী গিয়াস উদ্দিন পাঠান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন একেএম আশরাফুল ইসলাম, সোহেল রানা, বিপ্লব হোসেন, আবুল কালাম আজাদ, মনিরুর ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোছাঃ জেলি আক্তার, মাহমুদা আক্তার শিখা, শাহিদা নাজনীন শাপলা।
ইসলামপুর: ইসলামপুর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আ’লীগের এসএম জামাল আব্দুন নাছের, জাতীয় পাটির মশিউর রহমান বাদল ও আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জিয়াউল হক জিয়া। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আব্দুল খালেক আকন্দ, আব্দুল বারী মাস্টার, মজিবর হমান শাহজাহান, ফারুক ইকবাল হিরু, হামিদুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনেছা বেগম, রাশেদা বেগম, রোজিনা আক্তার চায়না ও আনজুমান আরা।
পিবিএ/এফএস