রাজন্য রুহানি,জামালপুর: প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ প্রতিপাদ্যে জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় ফৌজদারি মোড় হতে একটি শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হারুন আল মামুন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন নাহার, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আবু জোহায়ের, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক কামরুজ্জামান প্রমুখ।
সভায় ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, ব্র্যাক, বিদেশ গমনেচ্ছু ব্যক্তিবর্গ, প্রবাসী ব্যক্তিদের পরিবারের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার শতাধীক প্রতিনিধি অংশ নেন। আলোচনা সভা শেষে ইসলামী ব্যাংক, সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী একজন নারী ও একজন পুরুষকে সম্মাননা দেয়া হয়। এছাড়া মৃত প্রবাসী ব্যক্তির বকেয়া বেতন প্রদান ও ২০ জন প্রবাসী ব্যক্তির সন্তানকে শিক্ষাবৃত্তি দেয়া হয়।
দিবসটি উপলক্ষে জামালপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গনে চাকরি মেলার আয়োজন করা হয়।
উল্লেখ, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে গত ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর তারিখ পর্যন্ত জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উদ্যোগে সেবা সপ্তাহ পালন করা হয়। এ কাজে সার্বিক সহায়তা করে জেলা প্রশাসন, টিটিসি ও এলায়েন্স ওভাসিজ নামে প্রতিষ্ঠান।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলবে। সপ্তাহের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা, শোভাযাত্রা, জেলা পর্যায়ে আলোচনা সভা, চাকরি মেলা, মাইকিং, লিফলেট বিতরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভা সূত্র জানায়।