রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা চলাকালে নকল করার দায়ে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৭ মে) মাদারগঞ্জ উপজেলায় তিনজন, বকশিগঞ্জ উপজেলায় দু’জন ও দেওয়ানগঞ্জ উপজেলায় তিনজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত আটজনের মধ্যে জেনারেল শাখায় ৩ জন, মাদরাসা বোর্ডের অধীনে ৪ ও ১জন ভোকেশনাল শাখার অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানম জানান, পরীক্ষায় নকল করার দায়ে তিন উপজেলায় ৮জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এবার সারা জেলায় ৮৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ৬ শ ৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে সাধারণ কোর্সে ৫২টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ২৬ হাজার ৫শ ৮৮ জন, ভোকেশনাল কোর্সে ২১টি কেন্দ্রে ৪ হাজার ২শ ৩৩ জন ও মাদরাসা কোর্সে ১৩টি কেন্দ্রে ৪ হাজার ৮শ ৩৭ জন শিক্ষার্থী।