রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে চলতি আমন মৌসুমে শুরু হয়েছে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান। ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযান চলবে আসছে বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবং আতপ চাল সংগ্রহ করা হবে ১৫ মার্চ পর্যন্ত। এবার সদরে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৯৬০ মেট্রিকটন, সিদ্ধ চাল ৮ হাজার ৩৯ মেট্রিকটন ও আতপ চাল ২২৩ মেট্রিকটন।
এবার প্রতিকেজি প্রতিকেজি ধানের সংগ্রহ মূল্য ধরা হয়েছে ৩৩ টাকা, প্রতিকেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৭ টাকা ও প্রতিকেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৬ টাকা। চুক্তিবদ্ধ ৩৪টি মিল মালিকের মাধ্যমে সংগ্রহ করা হবে এই ধানচাল।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে শহরের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়ে (সিংহজানী এলএস ডি-১) ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানা গেছে।
চলতি আমন মৌসুমে এই ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিনাত শামছুন্নাহার সুলতানা ও সিংহজানী খাদ্য গুদামের এসএমও ইসরাত আহমেদসহ মিল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।