রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পতিত আওয়ামী লীগের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়করা।
রোববার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের ফৌজদারি মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার পক্ষে বিক্ষোভ মিছিল বের করেন সমন্বয়করা। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের সারাজেলার সমর্থক শিক্ষার্থীরা অংশ নেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে অবস্থান নেয় মিছিলটি। পরে সেখানে সড়ক অবরোধ করে রাখেন সমন্বয়করা।
এ সময় তারা পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করে স্লোগান দিতে থাকেন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের আওতায় আনার দাবিও জানান। পাশাপাশি পতিত আওয়ামী লীগের দ্রুত বিচারের আগে দেশে কোন নির্বাচন হবেনা বলে হুঁশিয়ারি দেন সমন্বয়করা।
প্রায় ৪ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ ছাত্র সমাজ। এসময় কোনো যানবাহন চলাচল করতে পারেনি। সাধারণ মানুষের ভোগান্তি ছিলো চরম পর্যায়ে। সড়কে আটকে যায় সেনাবাহিনীর একটি গাড়িও। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা এর দায়ভার নিয়ে পদত্যাগের দাবিও জানান আন্দোলনকারীরা। এছাড়া জেলা প্রশাসনকে হুঁশিয়ারি উচ্চারণ করে এর দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে রেলপথ অবরোধের কথাও জানান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক মীর ইসরাক হোসেন ইকলাস জানান, পতিত সরকারের দোসররা কিভাবে দিনের বেলায় প্রশাসনের চোখের সামনে মিছিল বের করে। প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। এছাড়া আওয়ামী লীগের সিনিয়র নেতাদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারিনি পুলিশ প্রশাসন। এটা তাদের চরম ব্যর্থতা। ব্যর্থতার দায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত। এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টারও। প্রয়োজনে তাকেও পদত্যাগ করতে হবে। আমরা চাই পতিত সরকারের দোসরদের দ্রুত গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। এর জন্য আমাদের আজকের এই কর্মসূচি।