জামালপুরে টিসিবির পণ্য বিতরণে অনিয়ম

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

২২ জুন (শনিবার) কেন্দুয়া কালীবাড়ি ইউনিয়নের কোজগড় বাজারে চাল ছাড়াই টিসিবির পণ্য বিতরণ করে বীথি এন্টারপ্রাইজ।

অভিযোগের ভিত্তিতে সংবাদকর্মীরা সেখানে পৌঁছে জানতে চাইলে ওই প্রতিষ্ঠানের ডিলারের ছেলে এ এম সাকিম মেহেদী বলেন, আমরা চেষ্টা করছি চালসহ পণ্য বিতরণের কিন্তু গ্রাহকরাই নিতে চায়না, আর যারা নিচ্ছে তাদের অনেকেই বিক্রি করে দিচ্ছে।

টিসিবির পণ্য গ্রাহক তার সুবিধা মতই নিবে বা আপনারা তাদের চাহিদা মত পণ্য সরাবারহ করবেন, এ ধরনের কোন নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না এমন কোন নিয়ম নেই, সরকারের বেধে দেওয়া পণ্যের সবগুলো গ্রাহক নিতে বাধ্য এবং ডিলাররাও দিতে বাধ্য। তাহলে চাল ছাড়া কেন অন্যান্য পণ্য বিক্রি করছেন? উত্তরে ডিলারের ছেলে জানান, এর আগে যারা ডিলার ছিলেন তারাই এ ব্যবস্থা করে গেছেন, আমরা কি করব, তাছাড়া অনেকেই সম্পূর্ণ টাকার যোগান দিতে পারেনা।

এ সময় দায়িত্বরত কর্মকর্তাকে দেখা যায়নি। তার কথা জানতে চাইলে, বীথি এন্টারপ্রাইজের মালিক ও ডিলার মোফাজ্জল হোসেন বলেন, তিনি এসেছিলেন। এখন অন্য স্থানে দায়িত্ব পালন করছেন। বিতরণে অনিয়মের কথা তিনি জানেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ তিনি জানেন।

এ বিষয়ে দায়িত্বরত কর্মকর্তা সাবরী সাবরিনা মুঠোফোনে জানান, নিয়ম হলো টিসিবির পণ্য বিতরণের আগে আমাকে জনানো। তারা আমাকে কিছুই জানায়নি। ডিলার টিসিবির পণ্য বিতরণ করছে, এটাই আমি জনিনা। অনিয়মের বিষয়টি আমি কিভাবে জানবো। আমি এবিষয়ে কিছুই জানিনা।

আরও পড়ুন...