জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেল ৬৭ জন

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৭ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন। এর মধ্যে রয়েছেন ৬০ জন ছেলে ও ৭ জন মেয়ে প্রার্থী।

গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার। লিখিত পরীক্ষায় ২৯৬ জন উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হয়।

জানা গেছে, গত ১৯ অক্টোবর থেকে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ১৯ নভেম্বর সকাল ১০টায় পুলিশ লাইন্সে যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় ২৯৬ জন উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। রাত ১০টায় চূড়ান্ত ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।

বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পরীক্ষা গ্রহণ করেন নিয়োগ বোর্ডের সভাপতি জামালপুরের পুলিশ সুপার, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান ও ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মাহফুজা খাতুন।

এ বিষয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন, আমরা নিয়োগের প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ (টিআরসি) নিয়োগ প্রক্রিয়াটি শেষ করেছি। এখানে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, তারা সবাই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছেন। একই সঙ্গে তিনি চূড়ান্ত ফলাফলে যেসব প্রার্থী অকৃতকার্য হয়েছেন, তাদের পরবর্তীতে আবার প্রস্তুতি নিতে আহ্বান জানান।

এ সময় নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...